জর্জ ফ্লয়েড, এন্টি-ব্ল্যাকনেস এবং ইসলামঃ তানজীন দোহার সাথে আলাপচারিতা

ড. তানজীন দোহা সেকুলারিটি এবং ইসলামের তাত্ত্বিক বোঝাপড়া এবং ক্রিটিক হাজির করেন। সম্প্রতি তিনি সঞ্চারণের সাথে এক বিশেষ আলাপচারিতায় বসেন। জর্জ ফ্লয়েড এর মর্মান্তিক হত্যাকে ঐতিহাসিক ও তাত্ত্বিক জায়গা থেকে পাঠ, আমেরিকান স্লেভারির রিলিজিয়াস জেনোসাইড, ব্ল্যাক রেজিস্ট্যান্স এবং ইসলামের সাথে এর সম্পর্ক, মার্ক্সিস্ট চিন্তার সঙ্কট, ওয়ার অন টেরর, ইসলামের ব্যাপারে বাঙালী সেকুলার চিন্তার মনস্তত্ত্ব ইত্যাদি বিষয় এ আলোচনায় উঠে আসে। - সম্পাদক

১৪৮৬

বার পঠিত

তানজীন দোহা

তানজীন দোহা ইউনিভার্সিটি অব স্যান হোসে থেকে ফিলসফিতে মাস্টার্স এবং পরবর্তীতে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া থেকে এনথ্রোপলজিতে পিএইচডি সম্পন্ন করেন। মডার্ণ সেকুলারিটির ডিসস্কোর্সে এন্টি-ইসলামিজমের ইতিহাস তাঁর গবেষণার মূল বিষয়। তিনি পলিটিকাল হিস্ট্রি, ফেনমেনোলজি, সাইকো-এনালিসিস এবং ক্রিটিকাল রেস থিওরিকে ঘিরে একটি ইন্টার-ডিসিপ্লিনারি মেথডলজির মধ্য দিয়ে সেকুলারিটি এবং ইসলামের তাত্ত্বিক বোঝাপড়া এবং ক্রিটিক হাজির করেন।