তানজীন দোহা
তানজীন দোহা ইউনিভার্সিটি অব স্যান হোসে থেকে ফিলসফিতে মাস্টার্স এবং পরবর্তীতে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া থেকে এনথ্রোপলজিতে পিএইচডি সম্পন্ন করেন। মডার্ণ সেকুলারিটির ডিসস্কোর্সে এন্টি-ইসলামিজমের ইতিহাস তাঁর গবেষণার মূল বিষয়। তিনি পলিটিকাল হিস্ট্রি, ফেনমেনোলজি, সাইকো-এনালিসিস এবং ক্রিটিকাল রেস থিওরিকে ঘিরে একটি ইন্টার-ডিসিপ্লিনারি মেথডলজির মধ্য দিয়ে সেকুলারিটি এবং ইসলামের তাত্ত্বিক বোঝাপড়া এবং ক্রিটিক হাজির করেন।