মন্তব্য প্রদানের নীতিমালা
সঞ্চারণ পাঠকদের গঠনমূলক পরামর্শ ও মন্তব্যকে উৎসাহিত করে এবং যথাযথ গুরুত্বের সাথে তা বিবেচনা করে। ওয়েবসাইটের সার্বিক পরিবেশ বিবেচনায় ও সৃজনশীল চিন্তাকে উৎসাহিত করতে সঞ্চারণ পাঠকদের মন্তব্যগুলোকে মডারেশনে রাখবে এবং নিম্নোক্ত নীতিমালা অনুসারে মন্তব্য প্রকাশ করবে- ইনশাআল্লাহ।
১। পাঠকদের মন্তব্য অবশ্যই শালীন হতে হবে। পাঠকগণ সমালোচনা করতে পারবেন, কিন্তু কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অশালীন, অশোভন শব্দ ব্যবহার করতে পারবেন না।
২। কারও অনুভূতিতে আঘাত লাগতে পারে, এমন মন্তব্য বা প্রশ্ন করা যাবে না।
৩। মন্তব্যে বিজ্ঞাপন দেওয়া যাবে না।
৪। যেকোনো মন্তব্য ও প্রশ্ন সম্পাদনার এবং প্রকাশ করা ও না করার পূর্ণ অধিকার সঞ্চারণ সংরক্ষণ করে। সঞ্চারণ এই নীতিমালা যেকোনো সময় পরিবর্তনের অধিকার রাখে।
কপিরাইট প্রসঙ্গ
সঞ্চারণে প্রকাশিত সকল প্রবন্ধ কপিরাইটের আওতামুক্ত। সঞ্চারণ এ সকল প্রবন্ধ পুনঃপ্রকাশ ও প্রচারে উৎসাহিত করে তবে তা অবশ্যই বাণিজ্যিক স্বার্থমুক্ত হতে হবে। যে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান আমাদের প্রবন্ধ পুনঃপ্রকাশ ও প্রচার করতে চাইলে উৎস হিসেবে আর্টিকেলের লিঙ্ক প্রদান করতে হবে। এ ক্ষেত্রে প্রবন্ধের শিরোনাম, লেখক ও মূল প্রবন্ধে কোন পরিবর্তন/সংযোজন/বিয়োজন করা যাবে না। সঞ্চারণ যদি কোন অনূদিত প্রবন্ধের উৎস উল্লেখ করে থাকে তবে তাও পুনঃপ্রকাশিত প্রবন্ধে প্রদান করতে হবে।