উসামা আল-আযামী
ড. উসামা আল-আযামী হামাদ বিন খলিফা ইউনিভার্সিটির কলেজ অব ইসলামিক স্টাডিজে ইসলামিক স্টাডিজের সহকারী অধ্যাপক। তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে আরবি ও ইসলামিক স্টাডিজে বিএ ডিগ্রি অর্জন করেন, আল-সালাম ইনস্টিটিউট থেকে ʿআলিমিয়া সম্পন্ন করেন, এবং প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে Near Eastern Studies-এ এমএ ও পিএইচডি ডিগ্রি লাভ করেন।
তাঁর গবেষণার আগ্রহ ইসলামি বুদ্ধিবৃত্তিক ইতিহাসে, বিশেষত ইসলামি রাজনৈতিক চিন্তায় রূপান্তরসমূহের উপর কেন্দ্রীভূত। তাঁর প্রথম গ্রন্থ, Islam and the Arab Revolutions (Oxford University Press, 2022), ২০১১ থেকে ২০১৩ সালের আরব গণঅভ্যুত্থানের প্রতিক্রিয়ায় প্রভাবশালী ইসলামি আলেমরা কীভাবে সাড়া দিয়েছিলেন তা বিশ্লেষণ করে। ড. আল-আজামির পিএইচডি অভিসন্দর্ভের শিরোনাম হলো Modern Islamic Political Thought: Islamism in the Arab World from the Late Twentieth to the Early Twenty-first Centuries। এই গবেষণায় তিনি বিশ্লেষণ করেছেন, আরব বিশ্বের মূলধারার “ইসলামপন্থী” ধারার উলামারা কীভাবে গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও জাতিরাষ্ট্রের মতো পাশ্চাত্য রাজনৈতিক ধারণার সঙ্গে সংলাপে প্রবেশ করেছেন ।