আয্‌যাম তামিমি

ফিলিস্তিনী বংশদ্ভূত বৃটিশ একাডেমিশিয়ান। ১৯৯৮ সালে University of Westminster থেকে Political Theory-তে পিএইচডি ডিগ্রী লাভ করেন। Institute of Islamic Political Thought এর প্রধান হিসেবে ২০০৮ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। বর্তমানে Alhiwar টিভি চ্যানেল এর চেয়ারম্যান ও এডিটর-ইন-চীফ হিসেবে দ্বায়িত্ব পালন করছেন। ইসলাম এর উপর সমসাময়িক বিভিন্ন ইস্যুতে বিবিসি, সিএনএন, আল-জাজিরা, দ্য গার্ডিয়ানসহ বিভিন্ন প্রিণ্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় তিনি বেশ সক্রিয় ভূমিকা পালন করেন। তাঁর উল্লেখযোগ্য বইসমূহঃ 1. Power-Sharing Islam 2. Islam and Secularism in the Middle East 3. Rachid Ghannouchi: A Democrat within Islamism 4. Hamas: A History from Within