ভালি রেজা নাসর

ভ্যালি রেজা নাসর জন হপকিন্সের স্কুল অব অ্যাডভান্সড স্টাডিজের (SAIS) ডিন। ২০১২ সালে জন হপকিন্সে যোগদানের পূর্বে তিনি Fletcher School of Law and Diplomacy-তে মধ্য পূর্ব ও দক্ষিণ এশীয় বিষয়ক প্রফেসর ছিলেন। তিনি মুসলিম বিশ্বে সমসাময়িক ইসলাম ও এর সাথে রাজনৈতিক সম্পর্কের ওপর একজন বিশেষজ্ঞ। যেসব বই নিয়ে তিনি কাজ করেছেন সেগুলোর মাঝে রয়েছেঃ The Shia Revival (Norton, 2007), The Islamic Leviathan: Islam and the Making of State Power (Oxford University Press, 2001); Mawdudi and the Making of Islamic Revivalism (Oxford University Press, 1996); The Vanguard of the Islamic Revolution (University of California Press, 1994)। এছাড়াও তিনি  Oxford Dictionary of Islam (Oxford University Press, 2003) এর এডিটর ও Expectation of the Millennium: Shi`ism in History (SUNY Press, 1989) এর কো-এডিটর হিসেবে কাজ করেছেন। 
 

বর্তমানে তিনি তুরস্ক, ইরান, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার পরিবর্তন ও এর সাথে ইসলামিজম বিতর্কের বিষয় নিয়ে তুলনামূলক গবেষণার কাজ করছেন। 
ভ্যালি রেজা নাসর Tufts University থেকে ১৯৮৩ সালে অনার্স করেছেন, মাস্টার্স করেছেন Fletcher School of Law and Diplomacy থেকে ১৯৮৪ সালে এবং পিএইচডি করেছেন Massachusetts Institute of Technology (MIT) থেকে ১৯৯১ সালে।