মু'তাজ আল খাতিব

মু'তাজ আল খাতিব বর্তমানে হামাদ বিন খলীফা বিশ্ববিদ্যালয়ে মেথডলজি ও এথিক্সের এসিসট্যান্ট প্রফেসর হিসেবে কর্মরত আছেন। উম্মু দারমান ইসলামী বিশ্ববিদ্যালয় হতে ইসলামী শরীয়ায় এবং আল আযহার হতে আরবী ভাষাতত্ত্বে স্নাতক সম্পূর্ণ করেন। উলুমুল হাদীসে মাস্টার্স সম্পাদন শেষে একি বিষয়ে ২০১১ সালে পিএইচডি সম্পন্ন করেন। তাঁর থিসিস ছিলো "হাদীসের মতন প্রত্যাখানঃ উসুলবীদ ও মুহাদ্দিসদের পদ্ধতির তুলনামূলক পাঠ"। আধুনিক পড়াশোনা বাদেও শায়খ আবু গুদ্দাহের মতো অসংখ্য প্রখ্যাত ‘আলিমদের ইজাযা লাভ করেন। তিনি আল-জাজিরার জনপ্রিয় প্রোগ্রাম "শরীয়া ও জীবন"-এ উপস্থাপনা (২০০৪-২০১৩) করতেন। পাশাপাশি IslamOnline.net এর "ইসলাম ও সমসাময়িক বিষয়" বিভাগের এডিটর-ইন-চিফ (২০০৩-২০০৮) ছিলেন। বার্লিন, কাতার, মালয়েশিয়া, আমেরিকা, লেবানন, উত্তর আফ্রিকাসহ অনেক জায়গায় গবেষনা ও শিক্ষকতার দায়িত্ব পালন করেছেন। তাঁর প্রকাশিত উল্লেখযোগ্য বইসমূহঃ

১)  বৈধ সহিংসতাঃ উম্মত ও রাষ্ট্রের মোকাবেলায় শরীয়তের অবস্থান

২) হাদীস গ্রহনঃ উসুলবিদ ও মুহাদ্দিসদের মাঝে তুলনা

৩) লিবেরালবাদী ও ইসলাম্পন্থীদের মাঝে স্থবির হয়ে থাকা রাষ্ট্র

৪) ইউসুফ কারাদাওয়ীঃ চিন্তাপাঠ

৫) সাইয়্যেদ কুতুব ও তাকফীর

৬) ইমাম শুম্মুনীর শরহে নুখবাতুন নজমের ব্যাখ্যা ও সম্পাদনা

৭) সমসাময়িক মুসলিম (গবেষণাপত্র)